মাদকাসক্তি অন্য দশটা রোগের মতো একটা রোগ।

মাদকাসক্তি অন্য দশটা রোগের মতো একটা রোগ।

মাদকাসক্তি থেকে মুক্ত করার জন্য অনেক অভিভাবক তাদের আসক্ত সন্তানদেরকে মারধর করেন। ঘরে বন্দী করে রাখেন। খারাপ ব্যবহার করেন। কিন্তু সবাইকে মনে রাখতে হবে, এভাবে কাউকে মাদক থেকে ফেরানো যায় না। মাদক থেকে মুক্ত করার একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে। সে পদ্ধতি অনুসরণ করলে মাদকাসক্ত রোগীরা ভালো হয়ে যাবেন। সবাইকে মানে রাখতে হবে মাদকাসক্তি অন্য দশটা রোগের মতো একটা রোগ। যত দ্রুত সম্ভব রোগীকে সুচিকিৎসার আওতায় আনতে হবে। তবে সব নিরাময় কেন্দ্রের মান এক নয়। কোনো নিরাময় কেন্দ্রে ভর্তির আগে সেটা সম্পর্কে খোঁজখবর নিতে হবে। মানসম্মত চিকিৎসক আছে কি না, রেজিস্ট্রেশন আছে কি না, সেবার মান ভালো কি না ইত্যাদি। সব কিছু খোঁজখবর নিয়ে রোগীকে ভর্তি করাতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের আওতায় আনতে হবে।

কোনো অবস্থায়ই মাদকাসক্ত রোগীকে অতিরিক্ত বকাঝকা করা উচিত নয়। মাদকাসক্ত রোগীরা এমনিতেই বেশি স্পর্শকাতর থাকে। তাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ থাকে না। প্রতিনিয়ত মাদক গ্রহণের ফলে তারা মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। একটা বিষয় অভিভাবকসহ সবাইকে মনে রাখতে হবে, মাদকাসক্ত রোগীর সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। কারণ, এটা পরীক্ষিত সত্য যে বকাঝকা করে অন্তত মাদকাসক্ত রোগীকে ভালো করা যায় না। তাদের সঙ্গে সব অবস্থায় ভালো ব্যবহার করতে হবে। মাদকাসক্ত রোগীদের বোঝানোর কোনো বিকল্প নেই। মা-বাবাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এদের সঙ্গে ব্যবহার করতে হবে।

মাদকাসক্তি অন্য দশটা রোগের মতোই একটা রোগ। তবে, মাদকাসক্ত রোগীদের আচরণ অন্য রোগীদের থেকে আলাদা। ঠিকমতো চিকিৎসা করলে, নিয়ম মেনে চললে অবশ্যই মাদকাসক্ত রোগী ভালো হয়। আর কেউ যদি নিজে থেকে ভালো হতে চায়, তা হলে কাজটি আরোও অনেক সহজ হয়। তাই, মাদকাসক্ত রোগীর জন্য চিকিৎসার বড় একটি অংশ হচ্ছে নিয়ম মেনে চলা। মাদকাসক্ত রোগী যারা নিরাময় কেন্দ্রে চিকিৎসার মাধ্যমে ভালো হয়েছে, তাদের দীর্ঘস্থায়ীভাবে ভালো থাকার উপায় হলো কমপক্ষে দুই বছর কিছু নিয়মের মধ্যে চলতে হবে। এসব নিয়মগুলোর মধ্যে রয়েছে প্রয়োজনের অতিরিক্ত টাকাপয়সা বহন না করা, মাদকাসক্ত বন্ধুদের সংস্পর্শ সম্পূর্ণভাবে ত্যাগ করা, মাদক গ্রহণের জায়গাগুলোতে না যাওয়া, চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ইত্যাদি।

Related Post

মানুষ কখন নেশার ফাঁদে পড়ে?
রমজান মাসে রোজা রাখার উপকারিতাগুলি কী কী?
মাদকাসক্তি অন্য দশটা রোগের মতো একটা রোগ।
ইসলাম, হিন্দু ও খ্রিস্টান ধর্মসহ সকল ধর্মে মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ!
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক !
চাই ধূমপানমুক্ত একটি  সুন্দর  বাংলাদেশ।