মাদক কোনো সমস্যার সমাধান নয়

মাদক জীবনকে বিষিয়ে তোলে। শরীরে আনে অবসাদ। মস্তিষ্ককে করে বিকৃত। হিতাহিত জ্ঞানশূন্য করে জন্ম দেয় যে কোনো অপরাধের। করে তোলে সমাজের জঘন্যতম ঘৃণ্য ব্যক্তি। যে বস্তু মানুষকে অপ্রকৃতিস্থ করে ফেলে, স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, সেটাই মাদক। মাদকের পুরোটাই নেতিবাচকভাবে প্রভাব ফেলে। তাই মাদককে অবৈধ ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় বিধিমোতাবেক তা বহন এবং গ্রহণ নিষিদ্ধ […]