ইসলাম, হিন্দু ও খ্রিস্টান ধর্মসহ সকল ধর্মে মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ!

ইসলাম, হিন্দু ও খ্রিস্টান ধর্মসহ সকল ধর্মে মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ!

মাদক সেবন আত্মার পরিশুদ্ধি ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত ক্ষতিকর।

মানবজীবনে শান্তি ও মুক্তির জন্য প্রয়োজন আল্লাহর বিধান অনুসরণ করা। ইসলামে অন্য যেসব নিষিদ্ধ বিষয় রয়েছে, সেগুলো থেকে ব্যক্তি চাইলে সহজেই বিরত থাকতে পারে। অর্থাৎ, ইচ্ছা করলে এসব অপরাধ থেকে সরে থাকা যায়। কিন্তু, মাদক গ্রহণ এমন এক অপরাধ যা নিজের নিয়ন্ত্রণে থাকে না; বরং মাদকসেবী নিজেই মাদক বা নেশার নিয়ন্ত্রণে চলে যায়। চাইলেই সেখান থেকে বেরিয়ে আসা যায় না। অর্থাৎ, সে নেশাকে ছাড়তে চাইলেও নেশা তাকে সহজে ছাড়ে না। মাদক হলো নেশা উদ্রেককারী সব বস্তু, যা মানুষের মস্তিষ্কের স্বাভাবিকতাকে নষ্ট করে দেয়, যার প্রভাবে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না। সব ধরনের মাদক বা নেশাদ্রব্য হারাম করা হয়েছে জ্ঞান, বুদ্ধি, বিবেক সুরক্ষার জন্য।

যে কোন অপরাধ পরিত্যাগ করে তওবা করে পবিত্র জীবন যাপন করা সম্ভব। কিন্তু, মাদকাসক্ত ব্যক্তি তওবা করারও সুযোগ পায় না এবং মাদক না ছেড়ে তওবা করলেও তা কবুল হয় না। কোরআনুল কারিমে বর্ণিত হারুত ও মারুত এই মাদকের নেশায় মাতাল হয়েই হত্যা, ব্যভিচারসহ নানান অপরাধে লিপ্ত হয়েছিল (সুরা-২ বাকারা, আয়াত: ১০২; তাফসিরে আজিজি ও তাফসিরে মাআরিফুল কোরআন)। 

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে মিরাজের রাতে বিভিন্ন অপরাধের শাস্তি দেখানো হয়েছে। তিনি মদ, মাদক ও নেশা গ্রহণকারীদের শাস্তি দেখলেন। তারা জাহান্নামিদের শরীর থেকে নির্গত বিষাক্ত নোংরা পুঁজ পান করছে। (বুখারি ও মুসলিম, মিরাজ অধ্যায়)।

ইসলামি বিধানমতে মাদক গ্রহণ হারাম হওয়ার পাশাপাশি তা অপবিত্রও। কোনো মুসলমানের মাদক ব্যবহার করা যেমন হারাম, অনুরূপভাবে তা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ করা এবং ক্রয়–বিক্রয় করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

বিশ্বশান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য সর্বস্তরে মাদক পরিহার করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও পারিবারিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নিয়ন্ত্রণ শুধু আইনি ও সামাজিক বিষয় নয়, বরং এটি ইমান ও আমলের সঙ্গে সম্পর্কিত অতীব জরুরি বিষয়।

Related Post

মানুষ কখন নেশার ফাঁদে পড়ে?
রমজান মাসে রোজা রাখার উপকারিতাগুলি কী কী?
মাদকাসক্তি অন্য দশটা রোগের মতো একটা রোগ।
ইসলাম, হিন্দু ও খ্রিস্টান ধর্মসহ সকল ধর্মে মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ!
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক !
চাই ধূমপানমুক্ত একটি  সুন্দর  বাংলাদেশ।